লিয়োনার্দো দা ভিঞ্চির চিত্রকর্ম

Posted on at


লিয়োনার্দো দ্যা ভিঞ্চি (Leonardo da Vinci) এমনি এক নাম যা সমসাময়িকতাকে ছাপিয়ে দূর ভবিষ্যতেও পৌঁছে গেছে। পৃথিবীর বুকে যে কয়েকজন মহা প্রতিভাধর ব্যক্তি জন্মেছেন তাদের মধ্যে লিউনার্দো দ্যা ভিঞ্চি ছিলেন অন্যতম। ইতালির রেনেসা যুগের এই পলিম্যাথ একাধারে ছিলেন, চিত্রকর, ভাস্কর, স্থাপত্যবিদ, সঙ্গীতজ্ঞ, গণিতজ্ঞ, প্রকৌশলী, আবিষ্কারক, অংগসংস্থানবিদ, ভূ-বিশাদারদ, কারটোগ্রাফার, উদ্ভিদবিদ এবং লেখক। তার পুরো নাম লিয়োনার্ডো ডি সার পিয়েরে দা ভিঞ্চি (Leonardo di ser Piero da Vinci) এর অর্থ ভিঞ্চি গ্রামের পিয়েরের সন্তান লিয়োনার্দো। ইতালির ভিঞ্চি গ্রামে ১৪৫২ সালের ১৫ এপ্রিল জন্ম গ্রহন করেন এই মনীষী। তার মায়ের নাম ক্যাটেরিনা এবং বাবার নাম পিয়েরে ফ্রুসিনো ডি এন্টোনিও দা ভিঞ্চি। চতুর পাঠকের কাছে আমি প্রশ্ন রেখে যাচ্ছি , বলেন দেখি লিয়োনার্দো দা ভিঞ্চির দাদাজানের নাম কি ছিলো। ১৫১৯ সালের ২ মে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁকে তার জন্মস্থান থেকে অদূরে এমবোইস নামক স্থানে সমাহিত করা হয়েছে। তার বিখ্যাত কিছু শিল্পকর্মের মধ্যে আছে মোনালিসা (১৫০৬), দ্যা লাস্ট সাপার (১৪৯৮) ভিট্রুভিয়ান ম্যান, ভারজিন অফ দ্যা রকস (১৪৮৬) লেডি উইথ আরমিন (১৪৯০)। লুভর মিউজিয়ামে রক্ষিত মোনালিসার হাসি আজও জগৎবিখ্যাত।

মোনালিসা

চিত্রঃ মোনালিসা

লিয়োনার্দো দা ভিঞ্চি

চিত্রঃ লিয়োনার্দো দা ভিঞ্চি

দ্যা লাস্ট সাপার দ্যা লাস্ট সাপার

চিত্রঃ দ্যা লাস্ট সাপার

http://www.artchive.com/artchive/l/leonardo/leonardo_dreyfus.jpg

চিত্রঃ দ্রাফাস

চিত্রঃ ভিট্রুভিয়ান ম্যান

চিত্রঃ লেডি উইথ আরমাইন

চিত্রঃ ভিঞ্চির আঁকা হেলিকপ্টারের নকশা

চিত্রঃ বেস্ট অফ ফ্লোরা (ভাস্কর্য)

চিত্রঃ ম্যাডোনা

চিত্রঃ মায়ের কোলে শিশু

কেমন লাগলো জানাতে ভূলবেন না। আপনার প্রতিক্রিয়া আমাকে কষ্ট করতে অনুপ্রেরণা জাগাবে। ধন্যবাদ।



About the author

jowel-khan

I am simple man.I want to make a good relation with anybody.

Subscribe 0
160